সোনালী আঁশের বোনাস লভ্যাংশে সম্মতি

পুঁজিবাজারে পাট খাতে তালিকাভুক্ত কোম্পানি সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৩০ জুন,২০২৩ সমাপ্ত হিসাববছরের ঘোষিত বোনাস লভ্যাংশে সম্মতি দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানিটি আলোচ্য বছরে ১১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ১০০ শতাংশ বোনাস। বাকী ১০ শতাংশ নগদ। কোম্পানিটির বোনাস লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড তারিখ পরে জানানো হবে।

এর আগে, গত ৫ নভেম্বর কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর এ লভ্যাংশ ঘোষণা করা হয়।

সমাপ্ত অর্থবছরে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছিলো ৩ টাকা ০৬ পয়সা। আগের বছর শেয়ার প্রতি ১ টাকা ৯৬ পয়সা আয় হয়েছিল।

গত ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত হিসাববছর শেষে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১১৮ টাকা ১৪ পয়সায়। এছাড়া হিসাববছর শেষে কোম্পানিটির ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে ১৬ টাকা ৯৩ পয়সা।

আগামী ৩১ ডিসেম্বর কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জে সর্বশেষ গত বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) কোম্পানিটির শেয়ার ৬৩৫ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়েছে।

শেয়ার করুন:-

বিজ্ঞাপন

সম্পর্কিত খবর