economistpost.com

প্রিমিয়ার ব্যাংকের সর্বোচ্চ দরপতন

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২০৪টির দরপতন হয়েছে। এর মধ্যে প্রিমিয়ার ব্যাংক পিএলসির শেয়ার দর কমেছে সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, মঙ্গলবার (৩০ এপ্রিল) প্রিমিয়ার ব্যাংকের শেয়ার দর আগের দিনের চেয়ে ১ টাকা ১০ পয়সা বা ৮ দশমিক ২৭ শতাংশ কমেছে।

তালিকার দ্বিতীয় স্থানে থাকা এশিয়া ইন্স্যুরেন্সের শেয়ার দর কমেছে ৫ দশমিক ৩৪ শতাংশ। আর ৪ দশমি ৯৫ শতাংশ শেয়ারপ্রতি দর কমায় তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছে আইএফআইসি ব্যাংক পিএলসি।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানি হচ্ছে- কর্ণফুলি ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, পিপলস ইন্স্যুরেন্স, জনতা ইন্স্যুরেন্স, ম্যারিকো বাংলাদেশ, রূপালী ইন্স্যুরেন্স, এডিএন টেলিকম এবং এস্কয়ার নিট কম্পোজিট পিএলসি।

Exit mobile version