সূচক ও লেনদেন বেড়েছে শেয়ারবাজারে

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। একই সঙ্গে আগের দিন থেকে টাকার অংকে লেনদেন বেড়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সোমবার (১১ ডিসেম্বর) ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স ১৩ দশমিক ০৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৬৪ পয়েন্টে।

অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩ দশমিক ৯১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৬৪ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৪ দশমিক ৩৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১১৬ পয়েন্টে।

এদিন ডিএসইতে ৫৯১ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৫৩৭ কোটি ৯১ লাখ টাকা।

একই দিনে ডিএসইতে মোট ৩৪৫টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১২০টির, দর কমেছে ৪৩টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১৮০টি কোম্পানির।

শেয়ার করুন:-

বিজ্ঞাপন

সম্পর্কিত খবর