economistpost.com

এডিএন টেলিকমের সর্বোচ্চ দরপতন

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৯৮টির দরপতন হয়েছে। এর মধ্যে এডিএন টেলিকম লিমিটেডের শেয়ার দর কমেছে সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, রোববার (৫ মে) এডিএন টেলিকমের শেয়ার দর আগের দিনের চেয়ে ৩ টাকা ২ পয়সা বা ৩ শতাংশ কমেছে।

তালিকার দ্বিতীয় স্থানে থাকা বিডি ল্যাম্পসের শেয়ার দর কমেছে ২ দশমিক ৯৯ শতাংশ। আর ২ দশমিক ৯৬ শতাংশ শেয়ারপ্রতি দর কমায় তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছে হামি ইন্ডাস্ট্রিজ পিএলসি।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- ইস্টার্ন ক্যাবলস লিমিটেড, সিএপিএম আইবিবিএল ইসলামী মিউচুয়াল ফান্ড, এইচ আর টেক্সটাইল, সোনারগাঁ টেক্সটাইল, জুট স্পিনার্স, হাওয়া ওয়েল টেক্সটাইলস, জেএমআই হসপিটাল রিকুইসিট ম্যানুফ্যাকচারিং লিমিটেড।

Exit mobile version