economistpost.com

দরবৃদ্ধির শীর্ষে এস্কয়ার নিট কম্পোজিট

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৬ প্রতিষ্ঠানের মধ্যে ২৫২টির শেয়ারদর বেড়েছে। এর মধ্যে দরবৃদ্ধির শীর্ষে উঠে এসেছে এস্কয়ার নিট কম্পোজিট লিমিটেড।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সোমবার (৬ মে) ডিএসইতে এস্কয়ার নিটের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ২ টাকা ২ পয়সা বা ১০ শতাংশ বেড়েছে।

দর বৃদ্ধির দ্বিতীয় স্থানে রয়েছে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ। কোম্পানিটির শেয়ারদর ৯ দশমিক ৯৮ শতাংশ বেড়েছে। আর তৃতীয় স্থানে থাকা আমান কটন ফাইবার্স লিমিটেডের শেয়ারদর বেড়েছে ৯ দশমিক ৯৫ শতাংশ।

সোমবার দর বৃদ্ধির শীর্ষে উঠে আসা অপর কোম্পানিগুলো হচ্ছে- গ্লোবাল হেভি কেমিক্যালস লিমিটেড, লুব-রেফ, ফু-ওয়াং সিরামিক, গোল্ডেন সন, ডরিন পাওয়ার জেনারেশন্‌স, ফারইস্ট নিটিং, সাইফ পাওয়ারটেক লিমিটেড। 

Exit mobile version