economistpost.com

দর বৃদ্ধির শীর্ষে স্ট্যান্ডার্ড সিরামিক

স্ট্যান্ডার্ড সিরামিক

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৪৩ প্রতিষ্ঠানের মধ্যে ৭৫ টির শেয়ার ও ইউনিটদর বেড়েছে। এর মধ্যে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে স্ট্যান্ডার্ড সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, মঙ্গলবার (১২ ডিসেম্বর) ডিএসইতে আনলিমা ইয়ার্নের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ১৭ টাকা ৪ পয়সা বা ১০ শতাংশ বেড়েছে।

দর বৃদ্ধির দ্বিতীয় স্থানে রয়েছে আনলিমা ইয়ার্ন ডাইং লিমিটেড। কোম্পানিটির শেয়ারদর আর ৯ দশমিক ৮১ শতাংশ বেড়েছে। আর তৃতীয় স্থানে থাকা জিকিউ বলপেন ইন্ডাস্ট্রিজের শেয়ারপ্রতি দর বেড়েছে ৯ দশমিক ৭৭ শতাংশ।

মঙ্গলবার দর বৃদ্ধির শীর্ষে উঠে আসা অপর কোম্পানিগুলো হলো- অলিম্পিক এক্সেসরিস লিমিটিডে, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, আজিজ পাইপস, আলিফ ইন্ডাস্ট্রিস,প্যাসিফিক ডেনিমস, লিবরা ইনফিউশনস, ডোমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড।

Exit mobile version