economistpost.com

সর্বোচ্চ দরপতন খুলনা প্রিন্টিংয়ের

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৪৩টি কোম্পানির মধ্যে ৯৫ কোম্পানির শেয়ারদর কমেছে। এদিন দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে খুলনা প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিমিটেড।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, বুধবার (১৩ ডিসেম্বর) খুলনা প্রিন্টিংয়ের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ২ টাকা ৮ পয়সা বা ৮ দশমিক ৮৯ শতাংশ। ফলে দরপতনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।

দর হারানোর তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালসের শেয়ারদর আগের দিনের তুলনায় ৮ দশমিক ৮৭ শতাংশ কমেছে। আর শেয়ারদর ৭ দশমিক ৪৯ শতাংশ কমে যাওয়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড।

বুধবার দরপতনের তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- বিডি থাই অ্যালুমিনিয়াম লিমিটেড,স্ট্যান্ডার্ড সিরামিক, জিকিউ বলপেন, সী পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা, এসকে ট্রিমস, ফু-ওয়াং সিরামিক, অ্যাডভেন্ট ফার্মা লিমিটেড।

Exit mobile version