economistpost.com

দরবৃদ্ধির শীর্ষে ওরিয়ন ফার্মা

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৮৯ কোম্পানির মধ্যে ৮১টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এদিন দরবৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ফার্মাসিউটিক্যালস লিমিটেড।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র অনুযায়ী, সোমবার (২০ মে) ওরিয়ন ফার্মার শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে ৬ টাকা ৮০ পয়সা বা ৯ দশমিক ৮১ শতাংশ। তাতে দরবৃদ্ধির শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।

দরবৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা শেফার্ড ইন্ডাস্ট্রিজের শেয়ারদর আগের দিনের তুলনায় ৭ দশমিক ৮৯ শতাংশ বেড়েছে। আর শেয়ারদর ৬ দশমিক ৮৩ শতাংশ বাড়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে সোনালী আঁশ।

সোমবার দরবৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- আইসিবি এএমসিএল ফার্স্ট অগ্রণী ব্যাংক মিউচুয়াল ফান্ড, ক্রিস্টাল ইন্স্যুরেন্স, মুন্নু সিরামিকস, ফার্মাএইড, বসুন্ধরা পেপার মিলস, ইউনিলিভার এবং রংপুর ফাউন্ড্রি বা আরএফএল।

Exit mobile version