economistpost.com

বোনাস লভ্যাংশ প্রদানে সম্মতি পায়নি ইউসিবি

সমাপ্ত ২০২৩ হিসাববছরের জন্য ঘোষিত বোনাস লভ্যাংশ প্রদানে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) থেকে এখনো সম্মতি পায়নি পুঁজিবাজারে ব্যাংকখাতে তালিকাভুক্ত ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, গত ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত বছরের জন্য ইউসিবি ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছিলো। যার মধ্যে ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ রয়েছে। ব্যাংকটির লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড তারিখ আগামী ২৩ মে নির্ধারণ করা হয়েছে। কিন্তু বোনাস লভ্যাংশ প্রদানে এখনো সম্মতি দেয়নি বিএসইসি। ফলে বোনাস লভ্যাংশ প্রদানে এ তারিখটি প্রযোজ্য হবে না।

তবে কোম্পানিটির ৪১তম এজিএম এবং নগদ লভ্যাংশের ক্ষেত্রে ঘোষিত রেকর্ড তারিখ প্রযোজ্য হবে। অর্থাৎ এই তারিখে যাদের হাতে ইউসিবির শেয়ার থাকবে, তারা ৫ শতাংশ নগদ লভ্যাংশ পাবে।

আইন অনুযায়ী, বিএসইসির অনুমোদন ছাড়া কোনো কোম্পানি বোনাস লভ্যাংশ প্রদান করতে পারবে না। তাই বোনাস শেয়ার ঘোষণার পর তা প্রদানের লক্ষ্যে কোম্পানিটি নিয়ন্ত্রক সংস্থার সম্মতির জন্য আবেদন করে।

ডিএসই ওয়েবসাইটে ইউসিবি জানায়, বিএসইসির অনুমোদন পেলে বোনাস লভ্যাংশের জন্য তারা নতুন রেকর্ড তারিখ ঘোষণা করবে।

Exit mobile version