economistpost.com

বিভিন্ন উৎস থেকে ডিসেম্বরে ১.৩১ বিলিয়ন ডলার ঋণ সুবিধা পাবে বাংলাদেশ

আন্তর্জাতিক মুদ্রা তহবিলসহ (আইএমএফ) বিভিন্ন উৎস থেকে চলতি ডিসেম্বর মাসে বাংলাদেশ ১.৩১ বিলিয়ন ডলার ঋণ সুবিধা পাবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

আজ বুধবার (১৩ ডিসেবর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।

তিনি বলেন, “আমরা আগামী শুক্রবারের মধ্যে আইএমএফ থেকে ঋণের দ্বিতীয় কিস্তির ৬৮৯ মিলিয়ন ডলার পাবো।”

এডিবি থেকেও ৪০০ মিলিয়ন ডলার এই মাসেই পাওয়া যাবে। এছাড়া, ৯০ মিলিয়ন পাওয়া যাবে সাউথ কোরিয়া থেকে এবং আরও অন্যান্য উৎস থেকে ১৩০ মিলিয়ন ডলার পাওয়া যাবে বলে জানান তিনি।

তিনি বলেন, “বর্তমানে আমাদের রিজার্ব বিপিএম-৬ অনুযায়ী ১৯ বিলিয়নের মতো। এসব ঋণ সুবিধা পাওয়ার পর আমাদের রিজার্ভ বাড়বে।”

“আমাদের এই মাসে বড় পরিমাণে ডলার খরচ হবে আকু (এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন) বিল পরিশোধ বাবদ। সেখানে ১ বিলিয়নের মত রিজার্ভ থেকে খরচ হবে,” যোগ করেন মুখপাত্র।

Exit mobile version